ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪ || ১৩ পৌষ ১৪৩১
good-food
৫০২

করতোয়ার আউলিয়া ঘাটে সেতু নির্মাণ শুরু হবে ডিসেম্বরে: রেলমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৬ ২৯ সেপ্টেম্বর ২০২২  

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দুর্যোগের সময় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা দরকার। এ নিয়ে রাজনীতি করা ঠিক না। সরকার বিপদের সময় মানুষের পাশে আছে। 

 

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মাড়েয়া ইউনিয়ন পরিষদ চত্বরে নিহত পরিবারের সদস্যদের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।


রেলমন্ত্রী বলেন, করতোয়া নদীতে মর্মান্তিক দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে মানুষের জন্য এগিয়ে এসেছে সরকার। উদ্ধার কাজ তরান্বিতসহ সবধরনের মানবিক সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করা হয়েছে। 


তিনি বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেন, মানুষের বিপদের সময় বিরোধিতার রাজনীতি করবেন না। পারলে বিপদের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান।

 

নূরুল ইসলাম সুজন বলেন, করতোয়ার আউলিয়া ঘাটে ডিসেম্বর অথবা আগামী জানুয়ারির মধ্যে সেতু নির্মাণ কাজ শুরু হবে। এরই মধ্যে বিষয়টির সক্ষমতা যাচাই করে একনেকে বিল পাস হয়েছে। এখন নকশার কাজ চলছে। 

 

আপাতত নৌকার ধারণক্ষমতা মেনে নদী পারাপার হওয়ার জন্য তিনি স্থানীয়দের আহ্বান জানান।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর